খালেদাকে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বই পড়ার পরামর্শ মেননের

প্রকাশিতঃ 5:26 pm | February 17, 2018

কালের আলো রিপোর্ট:

কারাগারে বসে বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ার জন্য খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন রাশেদ খান মেনন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেছেন, “বইটি পড়লে খালেদা জিয়া বুঝতে পারবেন বাংলাদেশের স্বাধীনতা আনতে বঙ্গবন্ধুসহ রাজনৈতিক নেতারা জেলে কী ধরনের জীবন যাপন করেছেন।”

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কারাগারে রাজনীতিবিদেরা যেভাবে থাকেন, সে তুলনায় বিএনপির চেয়ারপারসন প্রথম দিন থেকেই রানীর হালে আছেন।”

মেনন বলেন, “কারাগারে কেউ ব্যক্তিগত পরিচারিকা নিতে পারেন তা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জানা নাই। আর কেউ যদি ডিভিশনের আবেদন না করেই ডিভিশন দেয়া হয়নি বলে প্রচার পেতে চায় তাহলে আর কিছুই বলার থাকে না। এসব কথা বলে খালেদা জিয়ার দুর্নীতিকেই আড়াল কারার চেষ্টা করা হচ্ছে।”

খালেদা জিয়ার সাজা নিয়ে মায়া কান্না করার কোনো অবকাশ নেই মন্তব্য করে তিনি বলেন, “খালেদা জিয়া কারাগারকে তার গুলশানের বাসা বানাতে চাচ্ছেন, ভিআইপি মর্যাদা চাচ্ছেন, আরাম আয়েশ করে থাকতে চাচ্ছেন। অথচ তিনি করেছেন দুর্নীতি। দুর্নীতির দায়ে দণ্ডিত ব্যক্তি কারাগারে আয়েশি জীবন যাপন করে বলে জানা নাই।”

এ সময় তিনি ভারতের লালু প্রসাদ যাদব ও জয় ললিতার কারাভোগের উদাহরণ দিয়ে বলেন, “সেখানেতো কোনো মায়া কান্নার উদ্ভব ঘটেনি? খালেদা জিয়ার কারাবরণের ফলে দেশের মানুষের মধ্যে এই আস্থাবোধ চলে এসেছে যে, দেশে ন্যায় বিচার আছে।”

Print Friendly, PDF & Email