প্রধানমন্ত্রী সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন : নুর

প্রকাশিতঃ 9:25 pm | March 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, প্রধানমন্ত্রী কোন্দল ও সংঘর্ষে জড়াতে নিষেধ করেছেন। তিনি সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন।

নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে প্রধানমন্ত্রী অতীতেও সহযোগিতা করেছেন ভবিষ্যতেও করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের সদিচ্ছায় নির্বাচন হয়েছে। পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে হবে।

শনিবার(১৬ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নুর।

ভিপি নুর বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এই নির্বাচনে কিছুটা হলেও অনিয়ম ও ব্যত্যয় ঘটেছে, সেগুলো তদন্ত করা হোক।

এর আগে শনিবার বেলা ২টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা। বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে তারা গণভবনে পৌঁছান।

সবার শেষে বেলা ৩টার দিকে একটি প্রাইভেটকারে গণভবনে পৌঁছান ডাকসু ভিপি নুরুল হক নুর। ওই গাড়িতে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন।

সাক্ষাতে ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, এটা সবসময় বলেছি। ছাত্রছাত্রীরা যা চাইবে, তাই হবে। ভোট কে কত পেল, সেটা বড় নয়। যারা জয়লাভ করেছে সবার কিন্তু এই বিবেচনা রাখতে হবে কে ভোট দিল কে দিল না সেটা বিষয় নয়।

গণভবনে আরও বক্তব্য রাখেন ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email