বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে জুলাই বিপ্লব

প্রকাশিতঃ 4:59 pm | December 14, 2024

রংপুর প্রতিনিধি, কালের আলো:

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শহিদুল ইসলাম বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বুদ্ধিজীবীরা মেধাকে কাজে লাগিয়েছিলেন। তাদের বুদ্ধিবৃত্তিক কাজ স্বাধীনতা অর্জনের পথকে সুগম করেছিল। তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ভোলার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মজিদ আলী, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দীন প্রমুখ।

 

এর আগে সকাল ৯টা থেকে যথাযোগ্য মর্যাদায় রংপুর টাউন হল-সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, সিটি করপোরেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠনের কর্মকর্তারা এবং শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিকেল ৩টায় মহানগরীর দমদমায় বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। পরে স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কালের আলো/এএমকে