৪ দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 9:45 pm | March 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চার দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামী সোমবার (১১ মার্চ) তিনি কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
শনিবার (৯ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশী কন্টিজেন্টসমূহ এবং কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তাঁর এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে। সফর শেষে আগামী ১৫ মার্চ সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী প্রধান তুরস্ক সফর করেন। ওই সফরে তিনি তুরস্কে চলমান ১৭ টি দেশের অংশগ্রহণে মাল্টি ন্যাশনাল উইন্টার এক্সারসাইজ কেআইএস-২০১৯ এর চূড়ান্ত মহড়া পরিদর্শন করেন।
কালের আলো/ওএইচ