ফেসবুকে প্রতারণা, ময়মনসিংহে ডিবির জালে প্রতারক আটক

প্রকাশিতঃ 8:43 pm | March 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ফেসবুকে ফেইক আইডি খুলে প্রতারণার মাধ্যমে একটি বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিনুল ইসলাম ওরফে নাঈম (২৩) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ মার্চ) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এমবিবিএস শেষ বর্ষের ছাত্রীর সঙ্গে ওই আটক ব্যক্তি ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে যুক্ত হয়ে তাকে মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পাঠিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। পরে আসামির কাছ থেকে বিকাশ নাম্বার নিয়ে ১ হাজার ৬৭০ টাকা পাঠিয়ে বাকিটা পরে পাঠানো হবে বলে জানায়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এ খবর জানার পর শুক্রবার (৮ মার্চ) ওই বিকাশ নাম্বারের এজেন্টের দোকানে ডিবির একটি টিম অবস্থান করে। ওই প্রতারক ক্যাশ আউট করার জন্য দোকানে আসলে তাকে আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email