ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার ও উগ্র-হিন্দুত্ববাদী সংগঠন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ মিছিল
প্রকাশিতঃ 11:44 am | November 30, 2024
কালের আলো ডেস্ক:
ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আইনজীবী আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা ও ইসকনসহ সকল উগ্রহিন্দুত্ববাদী সংগঠন নিষিদ্ধের দাবীতে রাজধানীর রাজারবাগ শরীফে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ মুসল্লীরা।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমুয়া রাজারবাগ শরীফ সুন্নতি জামে মসজিদের সাধারণ মুসল্লীরা এই প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি রাজারবাগ শরীফ সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট থেকে বের হয়ে শহীদবাগ মোড়, রাজারবাগ মোড়, শান্তিনগর মোড়, মালিবাগ ফালইয়ারাহু চত্বর হয়ে আবার সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেটে এসে শেষ হয়।
মিছিলে মুসল্লীরা ‘ইসকনকে নিষিদ্ধ করো, করতে হবে, ‘লাল সবুজের বাংলায় গেরুয়াদের ঠাই নাই, “ইসকনের আস্তানা, এই বাংলায় থাকবে না’, ‘আমার ভাই শহীদ কেন, জবাব চাই’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’, ইত্যাদি শ্লোগান দেয়।
প্রতিবাদ মিছিলে আগত মুসল্লি মুহম্মদ জাহিদ হুসাইন বলেন, সম্প্রতি চট্টগ্রামের মুসলিম আইনজীবিকে উগ্রহিন্দুত্ববাদীরা নৃশংসভাবে শহীদ করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। যারা এমন ঘটনা ঘটিয়েছে আমরা তাদের ফাঁসি চাই। তিনি আরো বলেন, উগ্রহিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্থিতিশীল করতে চাচ্ছে, অবিলম্বে এই সমস্ত উগ্রহিন্দুত্ববাদীদের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সকল সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। দুয়া মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালের আলো/ডিএইচ/কেএ