টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 8:18 pm | November 22, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ২ স্পিনার এবং ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টে আছেন বাঁহাতি তাইজুল ইসলাম।

পেস ডিপার্টমেন্টে তাসকিন আহমেদের সঙ্গে আছেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্মে থাকলেও একাদশে জায়গা হয়নি নাহিদ রানার।

ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে এসেছেন শাহাদাত হোসেন দিপু। লোয়ার অর্ডারে আছেন জাকের আলী। আর নিয়মিত ওপেনার হিসেবে থাকছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে মুমিনুল হকের সঙ্গে আছেন লিটন দাস।

অন্যদিকে, চার পেসার এবং এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ এবং আলজারি জোসেফের সঙ্গে পেস ডিপার্টমেন্টে আছেন শামার জোসেফ এবং জেডন সিলস। একমাত্র বাঁহাতি স্পিনার কাভেম হজ।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডেন সিলস।

কালের আলো/ডিএইচ/কেএ