ছোট ইট তৈরি, ময়মনসিংহে ৩ ইটভাটাকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

প্রকাশিতঃ 10:38 pm | March 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে আকারে ছোট ইট তৈরি করায় ৩ টি ইটভাটাকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

তিনি জানান, বিএসটিআই কর্তৃক নির্ধারিত আকারের চেয়ে ছোট আকারের ইট তৈরির অপরাধে উপজেলার সমতা ব্রিকস ও সৌরভ ব্রিকসকে ১ লাখ টাকা করে এবং জাহান ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email