প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিতঃ 6:38 pm | October 26, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (অক্টোবর ২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর বিষয়ে অবহিত করেন।

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে গতকাল শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান।

এর আগে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গিয়েছিলেন জেনারেল ওয়াকার।

কালের আলো/ডিএইচ/কেএ