ছাত্র হত্যা মামলায় শ্রমিক লীগের প্রচার সম্পাদক গ্রেপ্তার
প্রকাশিতঃ 3:36 pm | October 25, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজ আহমেদ ভুলুকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে স্থানীয় কালশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ভুলু পল্লবী থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।
যৌথ বাহিনী সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর মডেল থানায় একজন ছাত্র হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এজাহারভুক্ত ১ নম্বর আসামি। এই মামলায় ভুলু ৬৩ নম্বর আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে ইয়াবা ব্যবসা ও অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে।
কালের আলো/এমএএইচ/এমকে