সাবেক মন্ত্রী কামাল মজুমদার রিমান্ড শেষে কারাগারে

প্রকাশিতঃ 2:20 pm | October 21, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শাহআলী থানা এলাকায় শিক্ষার্থী ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৮ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।

সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক হারুন উর রশীদ। আসামিপক্ষে আইনজীবী রিমান্ডসহ জামিন আবেদন করেন।

শুনানি বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী ইকরামুল হক।

চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন

এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কালের আলো/ডিএইচ/কেএ