বোর্ড মিটিংয়ে সিঙ্গাপুরের চিকিৎসকরা
প্রকাশিতঃ 11:59 am | March 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসেছেন সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দলের সদস্যরা।
সোমবার(৪ মার্চ) সকাল ১০টার দিকে মিটিং শুরু হয়।
এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যের প্রতিনিধি দল রোববার রাতে ঢাকায় পৌঁছায়। এ দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সহকারী ও দুজন নার্স রয়েছেন। রাতেই ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে যান তারা।
রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।
বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সেতুমন্ত্রী।
কালের আলো/এমএইচএ