ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 11:52 pm | March 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩ মার্চ) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে সেখানে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন। আমরা আশা করি, সবার দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অচিরেই আরোগ্য লাভ করে দেশের সেবায় নিয়োজিত হবেন।
কালের আলো/এমএইচএ