ওবায়দুল কাদের কিছুদিনের মধ্যেই কাজে ফিরবেন: ইনু
প্রকাশিতঃ 3:22 pm | March 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিছুদিনের মধ্যেই কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার (৩ মার্চ) দুপুরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে এসে এমন মন্তব্য করেন জাসদ সভাপতি।
তিনি বলেন, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ওবায়দুল কাদের সাহেব জাতীয় নেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আমরা রাজনৈতিক সহযোদ্ধা। তিনি হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়েছেন। ওবায়দুল কাদের সাহেব এখানে ভর্তি আছেন এবং চিকিৎসকরা তার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকাদের ওপর আপনারা ভরসা রাখতে পারেন। তার যে সমস্যা হয়েছিল বেশিরভাগ দূর হয়ে গেছে। বাকিটা দূর করার ক্ষমতা চিকিৎসকরা রাখেন।
জাসদ সভাপতি বলেন, এখন উনি কোনো ঝুঁকির মধ্যে নাই। অল্প কিছুদিনের মধ্যে উনি কাজে ফিরবেন। আমি আবার বলব দেশবাসীকে আমাদের চিকিৎসকদের ওপর ভরসা রাখেন। এসব অসুখ-বিসুখে কাবু হওয়ার লোক ওবায়দুল কাদের সাহেব নন।
এর আগে সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। একটি ওপেন করে রিং পরানো হয়েছে।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।
বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
কালের আলো/এমএইচএ