বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে টাস্কফোর্স
প্রকাশিতঃ 12:08 am | October 08, 2024

মো.শামসুল আলম খান, কালের আলো:
‘গরিবের আমিষ’ ডিম এখন সীমিত আয়ের মানুষের সামর্থ্যের বাইরে। মধ্যবিত্তের ফার্মের মুরগির দামও বেড়েছে নানা অজুহাতে। বাড়তির দিকে বিভিন্ন ধরনের সবজির দামও। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ নজর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রোববার (৬ অক্টোবর) সরকারের ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বাজার মনিটরিংয়ের জন্য টাস্কফোর্স গঠনে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এর ঠিক একদিন পরেই জেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনায় ১০ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল বৃদ্ধি ও পূর্বাভাস সেল থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
গত রোববার (৬ অক্টোবর) রাতে শ্রম ও কর্মংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে টাস্কফোর্সকে শিগগিরই মাঠে দেখা যাবে বলে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে কোনো প্রভাব পড়েনি। তাই দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’
জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার নানা খাতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে তেমন পদক্ষেপ নজরে আসেনি। কিন্তু এবার বাজারের দিকে মনোযোগী হয়েছে সরকার। এখন বাজারে আর কোনও ধরনের সিন্ডিকেট, নৈরাজ্য ও একচেটিয়া অধিকার মেনে নেবে না তাঁরা। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কেউ কোনও পণ্য বিক্রি করলে শুরু হবে অ্যাকশন।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাসে ৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিপরীতে কমেছে মাত্র দুটির। বাজারে এখন সবজির দাম ব্যাপক চড়া। ডিমের প্রতি ডজনের দর উর্ধ্বমুখী। মুরগি ও মাছের দামেও স্বস্তি নেই। সব মিলিয়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট কমেনি। মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক সুদের হারে লাগাম তুলে নিয়ে বাজারে টাকার সরবরাহ কমানোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে সুদের হার বেড়েছে। মার্কিন ডলারের দাম বেড়ে একটা জায়গায় স্থিতিশীল হয়েছে। কিন্তু সুদের হার ও ডলারের দামের কারণে নিত্যপণ্যের ব্যবসায়ীদের খরচ বেড়েছে।
টিসিবির বাজারদরের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গত আগস্টের তুলনায় এখন মোটা চাল কেজিতে ১ টাকা, খোলা সয়াবিন তেল লিটারে ৬ টাকা, পাম তেল ১২ টাকা, ব্রয়লার মুরগি ১০ টাকা, চিনি ৩ টাকা ও ডিম ডজনে ১৫ টাকা বেড়েছে। বিপরীতে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে ৫ টাকা কমেছে। এ দুটি পণ্যের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ ছিল। শুল্ক কমিয়ে আমদানির ব্যবস্থা করে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। টিসিবির তালিকায় আলু ছাড়া অন্য সবজির দাম থাকে না। তবে কৃষি বিপণন অধিদপ্তরের বাজারদরের তালিকায় বিভিন্ন ধরনের সবজির দর উল্লেখ করা হয়। তাদের হিসাব মতে, গত ৮ আগস্টের তুলনায় এখন বেশির ভাগ সবজির দাম বেশি।
নিত্যপণ্যের বাজারে অ্যাকশনে ১০ সদস্যের টাস্কফোর্স গঠন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনায় ১০ সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে সরকার। এতে বলা হয়, টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ে দামের পার্থক্য যেন ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে। টাস্কফোর্সে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালককে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি।
কালের আলো/এমএসএকে/এমএএএমকে