শুরুতেই রাস্তা, মশা ও মাদকের উপর গুরুত্ব দিতে চান মেয়র আতিক

প্রকাশিতঃ 10:58 pm | March 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর শুরুতেই রাস্তা সংস্কার, মশা নিধন ও মাদক নির্মূলে গুরুত্ব দিতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)র নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

নির্বাচনের পরদিন শুক্রবার (১ মার্চ) শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তা সংস্কার, মশা নিধন ও মাদকমুক্ত ঢাকা গড়াকে নিজের প্রাথমিক কর্মতালিকার ওপরের দিকেই রেখেছেন তিনি।

প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাসহ উত্তর ঢাকায় যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডও বড় চ্যালেঞ্জ হিসেবে থাকছে এই ব্যবসায়ী নেতার সামনে।

এক বছরের মেয়াদে হাজারো সমস্যার রাজধানীকে একটি গোছানো অবস্থায় রেখে যাবার আশাবাদ ব্যক্ত করেন আতিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ডিএনসিসি উপ-নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।

নির্বাচন কমিশনের হিসাব বলছে, বৈরী আবহাওয়া সত্ত্বেও উপনির্বাচনে ভোট পড়েছে ৯ লাখ ২৩ হাজার ২৬ ভোট। যা মোট ভোটের ৩১ শতাংশের কিছু বেশি।

নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পান, ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email