উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিতঃ 8:24 pm | September 18, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতকালে নতুন দায়িত্বের জন্য উপদেষ্টাকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। এছাড়াও দু’দেশের পারষ্পরিক অর্থনৈতিক সম্পর্ক ও তরুণদের এমপ্লয়মেন্টের নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আধুনিক ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুবসমাজকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে দেশের মাটিতেই জাপান টেকনোলজিকাল সহায়তাসহ ইন্ডাস্ট্রি স্থাপনার চিন্তা করতে পারে।’ যুব সমাজের বেকারত্ব দূর করতে আধুনিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানে ক্ষেত্র তৈরির সহায়তার ওপর জোর দেন তিনি।
জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, ‘বাংলাদেশের অনেক দক্ষ তরুণ জাপানের বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে এমন আরও অনেকেই আছে, ভবিষ্যতে জাপানের তরফ থেকে আরো সুযোগ আসবে।’ এছাড়াও তরুণদের কর্মসংস্থানে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী শিক্ষণ প্রশিক্ষণের আহ্বান জানান। খেলাধুলার বিভিন্ন অঙ্গনে কোচ কিংবা প্রশিক্ষণ সহায়তা দিয়েও পাশে থাকার নিশ্চয়তা দেন জাপানের রাষ্ট্রদূত।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ