ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চু ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিতঃ 3:41 pm | February 13, 2018

স্টাফ করেসপন্ডেন্ট, কালের আলো:

ময়মনসিংহের শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চু ওরফে বেবল বাচ্চুকে (৫০) ১’হাজার ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোরে জেলা সদরের শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে তার কাছ থেকে ১’হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাচ্চুর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Print Friendly, PDF & Email