পরিবর্তনের হাওয়া নেই চালের বাজারে

প্রকাশিতঃ 5:40 pm | September 13, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকার পরিবর্তন হলেও পরিবর্তনের হাওয়া নেই চালের বাজারে। বরং আগের চাইতে কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদীন বাজারে গিয়ে দেখা যায়, গত দুই সপ্তাহে সব ধরণের চালের দামই আগের তুলনায় বেড়েছে।

মায়ের দোয়া রাইস এজেন্সির মালিক আব্দুল হান্নান সঙ্গে আলাপকালে জানান, আগস্টের তুলনায় বর্তমানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেশি সব ধরণের চালের দাম।

মিনিকেট নামে বিক্রি করা চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে। যা আগস্টে ছিল ৬৮ থেকে ৭০ টাকার মধ্যে ছিল।

বাজারে চাহিদার শীর্ষে থাকা আটাশ চালের কেজি ৬০ টাকা। মধ্যবিত্তের চাল হিসেবে পরিচিত এই চালটি আগস্টে ছিল ৫৭ থেকে ৫৮ টাকা।

কেজিতে ২ থেকে ৩ টাকা হারে বৃদ্ধি পেয়ে পাইজাম ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেড়ে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৩ টাকা কেজি দরে।

বাজারে সবচেয়ে কম দামে মিলছে হাইব্রিড চাল। কেজি ৫০ টাকা।

বিক্রেতারা জানিয়েছেন, লালচে ধরনের এই চালের খদ্দের একেবারে নিম্নআয়ের মানুষ।

এছাড়া বাজারে আতব চাল ৫০ টাকা এবং খোলা পোলাও চাল ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের চড়া মূল্যে অস্বস্তি প্রকাশ করেছে চায়ের দোকানি মো. বিল্লাল। সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা তো কোনো কিছুর দাম বাড়াতে পারি নাই। ইনকাম আগের চাইতে কমছে। বাড়ে নাই। কিন্তু চাউলের দাম প্রতিদিন বাড়ে। এ বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত।

কালের আলো/ডিএইচ/কেএ