চকবাজার ট্র্যাজেডি: রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিতঃ 10:27 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

রোববার(২৪ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সকল সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। এখনো বেশ ক’জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কালের আলো/এমএইচএ