দগ্ধ ৬ জনের অবস্থা গুরুতর : ডা. সামন্ত লাল
প্রকাশিতঃ 3:56 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর চকবজারের চুড়িহাট্টা এলাকায় আগুন লাগার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ৯ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
রোববার(২৪ ফেব্রুয়ারি) শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ ৯ জনকেই আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তবে তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
আইসিইউতে ভর্তি ৯ জন হলেন- আনোয়ার হোসেন (৪৫) বার্ন ২৮ ভাগ, রেজাউল করিম (২১) বার্ন ৫১ ভাগ, মো. সোহাগ (২২) ৬০ ভাগ, জাকির হোসেন (৩৫) বার্ন ৩৫ ভাগ, মোজাফফর হোসেন (৩২) ৩০ ভাগ, মাহমুদ হক (৫৭) বার্ন ১৩ ভাগ, মো. সেলিম (৪৫) বার্ন ১৪ ভাগ, মো. হেলাল (১৮) বার্ন ১৬ ভাগ, মো. সালাউদ্দিন(৩৫) বার্ন ১০ ভাগ।
ডা. সামন্তলাল সেন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে এসেছিলেন। এ সময় তিনি রোগীদের ৫০ হাজার টাকার অনুদান দেন। আজ দুপুরে আহতদের দেখতে আসবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর পর আহতদের স্বজনদের হাতে এই অনুদানের টাকা দেওয়া হবে।’
গত বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন পুড়ে ৬৭ জন প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক মানুষ।
কালের আলো/এমএইচএ