কেমিক্যাল কারখানা সব ক্লিয়ার করে দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 3:30 pm | February 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চকবাজারে অগ্নিকাণ্ডপুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন থাকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২০০৯ সাল থেকে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরাতে বলে আসছি। সরিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার এগুলো এই এলাকায় চলে এসেছে। ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন, তারা আর লাইসেন্স নবায়ন করছেন না। তিনি পদক্ষেপ নেবেন এগুলো সরানোর জন্য। মেয়র আমাদের তথ্য ও দিকনির্দেশনা দিলে আমরা সব ক্লিয়ার করে দেবো।’

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চকবাজারের দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এসময় তার সঙ্গে ছিলেন।
চকবাজারে অগ্নিকাণ্ড

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য, পুনর্বাসন ও আহতদের জন্য যা যা করণীয় সব করা হবে। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন।’

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখান থেকে ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানান, এখনও ঘটনাস্থলে সার্চ অভিযান চলছে।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email