কারাগারে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জে নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন

প্রকাশিতঃ 8:23 pm | August 12, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের কারাগারগুলোতে শুরু হয় বিশৃঙ্খলা। অনেক কারাগারে বন্দি আসামিরা বিদ্রোহ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোথাও গুলিতে বন্দিরা নিহত হয়েছেন। সেইসব কারাগারগুলোতে সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি। কঠিন এমন বাস্তবতায় কারাগারে শৃঙ্খলা ফেরাতে কারা মহাপরিদর্শক পদে পরিবর্তন আনা হয়েছে।

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বিদায়ী কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম আনিসুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (০৮ আগস্ট) সেনা সদর দপ্তরের সামরিক সচিব মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনী প্রধান নিম্নলিখিত অফিসারগণকে পার্শ্বে বর্ণিত নিযুক্তিতে বদলি আদেশক্রমে প্রীত হইয়াছেন। তাদের মধ্যে-ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সেনাবাহিনীতে প্রত্যাবর্তনপূর্বক কারা মহাপরিদর্শক হিসেবে পুনরায় প্রেষণে যোগদান করবেন। অন্যদিকে বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম আনিসুল হককে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, সেনাবাহিনীসহ বাহিনীটিতে প্রেষণে কর্মরত কর্মকর্তাদেরও ব্যাপক রদবদল করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর যুগান্তকারী এমন পদক্ষেপ জনমনে প্রশংসিত হয়েছে। কারা মহাপরিদর্শক পদে পদায়নে তিনি আস্থা রেখেছেন ৩১তম বিএমএ লং কোর্সে বংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোর এ কমিশন লাভ করা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এর প্রতি। যিনি ২১তম মহাপরিচালক হিসেবে ২০২৩ সাল থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গত রবিবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কারা অধিদপ্তরে তিনি এসে পৌঁছলে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদায়ী মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ. এস. এম আনিসুল হক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ক্রেস্ট উপহারের মাধ্যমে তাকে বরণ করে নেন এবং নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।

জানা যায়, বর্তমান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেন দীর্ঘ চাকরি জীবনে সুনাম ও সফলতার স্বাক্ষর রেখেছেন। অসামান্য পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে বিভিন্ন কমান্ড, স্টাফ ও ইন্সট্রাকশনাল এপয়েন্টমেন্টে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট) এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) সফলতার সাথে গুরুদায়িত্ব পালন করেন। এবার দেশের কারাগারগুলোতে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জেও তিনি উত্তীর্ণ হতে সক্ষম হবেন। বিপুল প্রত্যাশাকে কাজে লাগিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা নিয়ে তিনি কাজ করবেন এবং কারাগারগুলোকে প্রকৃত অর্থেই সংশোধনাগারে রূপান্তরিত করতে সক্ষম হবেন বলে মনে করেন অনেকেই।

এক নজরে নতুন কারা মহাপরিদর্শক
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন শান্তিরক্ষা কার্যক্রমে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) এ বাংলাদেশ ব্যাটেলিয়ানকেও নেতৃত্ব প্রদান করেন। এছাড়া ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সিয়েরা লিওন এ জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ইউনাইটেড ন্যাশনস মিশন ইন লাইবেরিয়া-এ ফোর্স হেড কোয়ার্টার্স অপারেশনাল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনের বিভিন্ন পর্যায়ে দেশে এবং বিদেশে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও কোর্স সম্পন্ন করেন তিনি। তিনি মিরপুরস্থ ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ থেকে পিএসসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি ডিগ্রী অর্জন করেন।

মেধাবী এই সামরিক কর্মকর্তা বাংলাদেশ মিলিটারী একাডেমি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণিতে বিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে এমআইএসটি থেকে এমবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ২০০৯ এবং ২০২৩ সালে যথাক্রমে মাস্টার্স ইন মিলিটারী সাইন্স (এমএমএসসি) এবং মাস্টার্স ইন সোশাল সাইন্স (এমএসএস) ডিগ্রী লাভ করেন। প্রকাশনা বিষয়েও ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের এর অসামান্য দক্ষতা রয়েছে। বিভিন্ন সামরিক জার্নালেও তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে।

কালের আলো/এমএএএমকে