ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার বাহিনী
প্রকাশিতঃ 7:26 pm | August 06, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি)।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইনের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
এই পরিস্থিতিতে অনেক থানা থেকেই পুলিশ সদস্যরা চলে গেছেন। এমনকি রাস্তায়ও দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশের সদস্যদের।
কালের আলো/এমএএইচ/ইউএইচ