কণ্ঠশিল্পী জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিতঃ 7:32 pm | July 30, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, জুয়েল মতো প্রতিভাবান শিল্পীর মৃত্যুতে সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবিদুর রেজা জুয়েল।
এক যুগেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন সংগীতশিল্পী।
কালের আলো/ডিএইচ/কেএ