গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান বাইডেনের

প্রকাশিতঃ 10:59 am | July 12, 2024

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বাইডেন্ট বলেন, এখন যুদ্ধ শেষ করার সময়।

তিনি উল্লেখ করেন, যুদ্ধের বিপর্যয় কমাতে তিনি ইসরায়েলিদের বোঝাতে পারতেন। তবে ইসরায়েলিরা সহযোগী মনোভাবাপন্ন নয়।

মার্কিন প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন, তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছি যুদ্ধের ১০ মাস পর বর্তমান যুদ্ধবিরতি পরিকল্পনা কোথায় দাঁড়িয়েছে। তিনি ভিন্ন কিছু করতে চান কি না।

বাইডেন বলেন, আমি জানি ইসরায়েল ভালো এবং আমি ইসরায়েলকে সমর্থন করি। ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল সফর নিয়ে অনুতপ্ত নন বলে জানান বাইডেন।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইসরায়েলের ইতিহাসে এটিই সবচেয়ে রক্ষণশীল যুদ্ধকালীন মন্ত্রিসভা। এটি একটি চ্যালেঞ্জ।

বাইডেন বলেন, দুই রাষ্ট্র সমাধান ছাড়া এখানে আর কিছু নেই।

কালের আলো/ডিএইচ/কেএ