বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত: অতিরিক্ত কারা মহাপরিদর্শক

প্রকাশিতঃ 6:36 pm | June 26, 2024

বগুড়া প্রতিবেদক, কালের আলো:

বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনা সঠিকভাবে তদন্ত করা হবে। কীভাবে তারা সকলের নজর ফাঁকি দিয়ে এটা করতে সক্ষম হলো, দুর্বলতা কোথায় ছিল তদন্তের পর সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার দুপুরে কারা ফটকে সাংবাদিকদের এসব কথা বলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান।

তিনি বলেন, ঘটনাটি জানার পর আমি ঢাকা থেকে এসেছি। জেলখানা পরিদর্শন করেছি। এটি ১৮৩৩ সালে নির্মিত কারাগার। এই সেলগুলোতে ১৪০ বছর ধরে বন্দিরা থাকে।

তিনি বলেন, আসামিরা রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটায়। তাদের বিছানার চাদর ব্যবহার করে জেলখানার প্রাচীর টপকাতে সক্ষম হয়। বিষয়টি জানতে পারার পর কারাগার থেকে সকল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে বগুড়ার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, কারাকর্তৃপক্ষকে জানালে তাদেরকে শনাক্ত করা হয়।

এ ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

কালের আলো/এমএএইচ/ইউএইচ