১৫ অতিরিক্ত ডিআইজি নতুন দায়িত্বে

প্রকাশিতঃ 7:50 pm | June 23, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আব্দুল ওয়ারীশকে সিএমপির অতিরিক্ত কমিশনার, টাঙ্গাইলের এসপি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সারকে এসবিতে, ডিএমপির মুহাম্মদ আশরাফ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার, কুষ্টিয়ার এসপি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুর রকিবকে এসবিতে, ডিএমপির মোহাম্মদ আনিসুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার, ডিএমপির মো. শহিদুল্লাহকে ডিএমপির যুগ্ম কমিশনার, খুলনা নৌপুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শরিফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিএমপির ডিসি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ডিএমপির যুগ্ম কমিশনার, যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারকে পুলিশ সদরদপ্তরে, ডিএমপির আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপির যুগ্ম কমিশনার, পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আকবর আলী মুনসীকে (সুপারনিউমারারি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি এবং রংপুরের পুলিশ সুপার (সুপারনিউমারারি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে একইদিন পৃথক প্রজ্ঞাপনে একজন অতিরিক্ত আইজিপি, ৯ জন ডিআইজি, ১৪ জেলার এসপি এবং একজন ডিএমপির ডিসিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ