১৯ উপজেলায় ভোট স্থগিত

প্রকাশিতঃ 1:52 pm | May 27, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি।

সোমবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে সচিব এই তথ্য জানান।

 

কালের আলো/ডিএইচ/কেএ