ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে কারাগারগুলোতে চিঠি ও মেসেজ

প্রকাশিতঃ 3:27 pm | May 26, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কে উপকূলের মানুষ। বিশেষ করে নদীর তীরবর্তী মানুষের যেন আতঙ্কের শেষ নেই। এ ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করেছে কারা অধিদপ্তর। দেশের সব কারাগারকে চিঠি ও মেসেজ পাঠিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক।

বিশেষ করে ঝুঁকিতে থাকা চট্টগ্রাম, কক্সবাজারসহ অন্যান্য কারাগারকে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি ঘূর্ণিঝড় আঘাত হানার পর বন্দিরা যেন সর্বোচ্চ নিরাপত্তায় থাকতে পারে সে ব্যাপারেও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রোববার (২৬ মে) দুপুরে বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক।

রিমাল নামে একটি ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে জানিয়ে তিনি বলেন, দেশের সব কারাগারকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের মধ্যে বেশি ঝুঁকিতে যেসব কারাগার আছে, যেমন- কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, নোয়াখালী, ফেনী- সেগুলোসহ অন্যান্য কারাগার আমরা মনিটরিংয়ে রেখেছি। যেসব কারাগার চত্বরে গাছ আছে, ঝড়ের কারণে সেসব গাছ ভেঙে গেলে অথবা বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে ঝড়ের পরপরই সেগুলো যেন দ্রুত সরানো বা মেরামত করা হয়, এজন্য সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এদিন দুপুরে জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ সন্ধ্যায় উপকূল অতিক্রম শুরু করে ভোরের মধ্যে শেষ হবে। এ সময় সারা দেশে ৩০০ মিলি পর্যন্ত অতিভারী বর্ষণ হতে পারে।

কালের আলো/এমকে/আরআই