প্রেসিডেন্ট তোয়াদেরা-সিজিএস ওয়াকার বৈঠক;  বাণিজ্য, অবকাঠামোগত সহায়তা করবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিতঃ 2:42 am | May 26, 2024

কালের আলো ডেস্ক:

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা এবং দেশটির সেনাবাহিনীর প্রধান জেফেরিন মামাদোর সঙ্গে বৈঠক করেছেন দেশটি সফররত বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের কাছাই মিলিটারি বেজে মঙ্গলবার (২১ মে) বঙ্গবন্ধু-তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের পর বৈঠক করেন তারা।

প্রেসিডেন্ট ফস্টিনের সঙ্গে ফলপ্রসূ হয়েছে আলোচনা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশটির বাণিজ্য, অবকাঠামোসহ নানা ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতিকে।’

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে দেশটির রাষ্ট্রপতি তার দেশের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আমন্ত্রণও জানিয়েছেন। বৈঠকে দেশটির তার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণসহ নানান বিষয় আলোচনায় উঠে আসে। আবার সেনাবাহিনীকে ইউনিফর্ম প্রদান করায় প্রশংসা করেন রাষ্ট্রপতি।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের প্রধান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীর প্রধানের হাতে কিছু স্মারকও তুলে দেন। পাঁচ দিনের সফরে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন।

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসায় মিশন ফোর্স কমান্ডার

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা সব দিক থেকে দক্ষ ও যোগ্য। মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন মিশন ফোর্স কমান্ডার লে. জেনারেল হামফ্রে নায়ন।

বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকালে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচানায় উঠে আসে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর অপারেশনাল কার্যক্রম, তাদের দক্ষতা ও যোগ্যতাসহ নানান দিক।

কমান্ডার নায়ন বলেন, মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। মিনুস্কা মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টগুলোর অপারেশনাল দক্ষতা দিন দিন বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে শান্তিরক্ষী সদস্য বাড়ানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ফোর্স কমান্ডার বলেন, বিষয়টি নিয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এখানকার অবকাঠামোগত সমস্যার পাশাপাশি চিকিৎসাসংক্রান্ত সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।’ পরে তিনি মিনুস্কার ডিরেক্টর অফ মিশন সাপোর্টের সঙ্গেও বৈঠক করেন।

কালের আলো/এমএএএমকে