বিকেএসপি-চীনা বিশ্ববিদ্যালয় সেতুবন্ধন
প্রকাশিতঃ 10:51 pm | May 15, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বিকেএসপির নতুন মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মাত্র পাঁচ মাস দায়িত্বকালেই অনেক নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের বীমার আওতায় আনার পর এবার চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে বিকেএসপি।
চীনের কুম্মিং শহরের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ বছরের চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তির অন্যতম প্রধান দিক চীনের বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট উন্নয়নে বিকেএসপি, আর উশু ও কারাতে সেন্টার করে চীনা বিশ্ববিদ্যালয় বিকেএসপিকে সহায়তা করবে। এটা ছাড়াও দুই প্রতিষ্ঠান শিক্ষক-ছাত্র বিনিময় এবং আরও অনেক বিষয়ে সমঝোতা স্বারক করেছে। আজ (বুধবার) সকালে বিকেএসপিতে দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিকেএসপির মহাপরিচালক মোতাহের হোসেন বলেন, ‘চীন উশু এবং কারাতে–তে বেশ ভালো। এই দুই ডিসিপ্লিনে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে পদক বৃদ্ধি সম্ভব। তারা আমাদের বিকেএসপিতে একটি সেন্টার করবে, যার মাধ্যমে এই দুই খেলায় আমরা উপকৃত হতে পারি। অন্য দিকে আমরাও তাদের বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট বিশেষজ্ঞ পাঠাব। এটি সম্পাদন করতে রাষ্ট্রীয় কিছু অনুমোদনের প্রয়োজন। দুই পক্ষ এটা নিয়ে কাজ করব।’
ইউনান বিশ্ববিদ্যালয় বিকেএসপির দুই জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে। এই বিষয়ে মহাপরিচালক বলেন, ‘আমরা এই বছরই দুই জন শিক্ষার্থীকে বৃত্তির আওতায় তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারব। কোন ডিসিপ্লিনে পাঠাব এটা আমরাই নির্বাচন করব।’
ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ড. শাও ওয়েকুইং। চীনের এই বিশ্ববিদ্যালয় ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সমঝোতা স্বাক্ষর করেছে।
কালের আলো/এমএস/এমডিআর