রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবল কার্গো জাহাজ, নিখোঁজ ২

প্রকাশিতঃ 2:43 pm | April 07, 2024

খুলনা প্রতিবেদক, কালের আলো:

খুলনার রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে জাহাজের দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। রূপসা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোংলা বন্দর থেকে সারবোঝাই কার্গো নওয়াপাড়া যাওয়ার পথে এম ভি থ্রি লাইট ১ খুলনা রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতু পিলারে ধাক্কা খেয়ে ডুবে যায়। কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১জন সাঁতরে কূলে উঠতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ রয়েছেন।

কার্গো জাহাজ থেকে সাঁতরে কূলে আসা একজন শ্রমিক বলেন, আমরা ইঞ্জিন রুমে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেয়ে ওপরে উঠতে গিয়ে দেখি জাহাজ ডুবে যাচ্ছে। আমার সঙ্গে গিজার শাকিল ভাই ছিলেন, তিনি পড়ে গিয়ে উঠতে পারেননি। আমিও পড়ে গেছিলাম, পরে সাঁতরে কূলে এসেছি। এছাড়া বাবুর্চিও পড়ে গিয়ে আর উঠতে পারেনি। চালনা থেকে সার নিয়ে কার্গোটি নওয়াপাড়া যাচ্ছিল।

কালের আলো/এমএইচ/এসবি