মুগদায় সাংবাদিক লাঞ্ছিত: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
প্রকাশিতঃ 9:38 pm | January 29, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মুগদা হাসপাতালে দুইজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে মঙ্গলবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এই কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কমিটিতে অন্যান্যরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. মোহাম্মদ আলী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শাহাদত হোসেন।
এদিকে, এক বিবৃতিতে মুগদা হাসপাতালে গণমাধ্যম কর্মীদের সাথে সৃষ্ট ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করে স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, হাসপাতালে এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কারো কাছেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
কালের আলো/ওএইচ