মনোনয়নপত্র সংগ্রহ করলেন আতিকুল
প্রকাশিতঃ 5:00 pm | January 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছ থেকে আতিকুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী সমন্বয়ক একেএম মিজানুর রহমান। এসময় রিটার্নিং কর্মকর্তা নিয়ম মেনে মনোনয়ন জমা দেয়ার পরামর্শ দেন।
গত মঙ্গলবার এই সিটি নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল।
আনিসুল হক মারা যাওয়ার পর গত বছরের ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করায় আদালত নির্বাচন স্থগিত করে। সম্প্রতি হাইকোর্ট রিট খারিজ করে দেয়ায় নির্বাচন নিয়ে আইনগত বাধা দূর হয়। এরপর ইসি নতুন তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর সিটির মেয়র ও কাউন্সিলর এবং দক্ষিণ সিটির কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ।
কালের আলো/ওএইচ