ময়মনসিংহে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
প্রকাশিতঃ 4:56 pm | January 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জনগণের সাথে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালন করেছে জেলা পুলিশ।
রোববার কোতয়ালী থানা প্রাঙ্গনে এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ নেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কালের আলো/ওএইচ