জবাবদিহিমূলক ও স্মার্ট স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য : মন্ত্রী
প্রকাশিতঃ 8:21 pm | February 24, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি’ এ প্রত্যয় সামনে রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও স্মার্ট স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষ্যে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেয়া এক বাণীতে মন্ত্রী এ দৃঢ় প্রত্যয়ের কথা জানান। তিনি বলেন, ‘গ্রাম-শহরের ব্যবধান হ্রাস করে দেশের সকল নাগরিকের জন্য সমান সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার ‘আমার গ্রাম-আমার শহর’সহ বহুবিধ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।’
‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন স্থানীয় সরকার বিভাগের জন্য একটি বড় অর্জন বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অধিকতর জনমুখী ও স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এবার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।
সরকারের অভিজ্ঞ এই মন্ত্রী বলেন, ‘এ দিবস উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অংশীজন বা সুবিধাভোগীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির ফলে সেবা সহজীকরণ সম্ভব হবে। সর্বোপরি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে তৃণমূল পর্যায়ে জনসাধারণের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় মানুষের ক্ষমতায়নের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং স্থানীয় পর্যায়ে গণতন্ত্র সুসংহতকরণ, জবাবদিহি নিশ্চিতকরণ ও সেবা প্রদানের পথ সুগম হবে।’
বাণীতে তিনি আরও বলেন, ‘বর্তমানে ৪৫৭৯টি ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১২টি সিটি কর্পোরেশনসহ সর্বমোট ৫৪৭৭টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিদ্যমান। এ সকল প্রতিষ্ঠানে প্রায় ৬৭,০০০ জনপ্রতিনিধি এবং ৫ লক্ষের অধিক জনবল জনগণকে সেবা প্রদান এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সম্পৃক্ত রয়েছে। বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি এ উদ্দেশ্যে দ্বিতীয়বারের মত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন কার্যক্রম স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব, সক্ষমতা, জবাবদিহি নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন। তিনি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ এ স্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কালের আলো/ডিএস/এমএম