বিএনপি আত্মহননের পথ বেছে নিলো: তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 4:20 pm | January 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে বিএনপি আত্মহননের পথ বেছে নিয়েছে।

শুক্রবার দুপুরে ধানমাণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যেমন আত্মহননের মতো কাজ করেছিল, এবারও তারা একই ভুলের পুনরাবৃত্তি করলো উপজেলা নির্বাচন বয়কট করে।

তিনি বলেন, বিএনপি দলগতভাবে না গেলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের ব্যাপার। দেশে অনেক রাজনৈতিক দল আছে, আমার মনে হয় নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপসংক্রান্ত এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হবে এটি আমি বলিনি। আমি বলেছিলাম- চায়ের আমন্ত্রণ জানানো হতে পারে।

কালের আলো/এএ/এমএইচএ