স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে এলজিইডির প্রধান প্রকৌশলীর সাক্ষাৎ
প্রকাশিতঃ 7:23 pm | February 05, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম এমপি’র সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কল্যাণপুরস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম এমপি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধির পূর্বশর্ত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘সরকার শহরের সুবিধা গ্রামেও পৌঁছে দিচ্ছে । ফলে বদলে যাচ্ছে গ্রামীণ জীবন। গ্রামের রাস্তাঘাট উন্নয়নে এখন শহরের সব সুবিধা মিলছে গ্রামে। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর ক্রমশ বদলে যাচ্ছে সবকিছু।’
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আরও বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এগিয়ে চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকাণ্ড। এমনকি এর পাশাপাশি অবকাঠামো খাতের উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র।’ সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে এসব প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
কালের আলো/বিএসবি/এমএইচ