৪৫ পর্যটক নিয়ে ডুবোচরে আটকে গেল সেন্ট মার্টিনগামী জাহাজ

প্রকাশিতঃ 4:46 pm | December 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে যাওয়ার পথে ৪৫ পর্যটক নিয়ে ডুবোচরে আটকা পড়েছে এমভি গ্রীন লাইন-১ নামে পর্যটকবাহী একটি জাহাজ। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপ এলাকায় জাহাজটি আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪৫ জন পর্যটক আটকে পড়ার খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করেছে। তাদের সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হচ্ছে।

কালের আলো/এসএম/আর