পররাষ্ট্রমন্ত্রীকে ঘিরে সিলেটে বাঁধভাঙা উচ্ছ্বাস, ফের ভোটে বিজয়ী হওয়ার প্রত্যয়

প্রকাশিতঃ 7:45 pm | November 28, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে (সিলেট সিটি-সদর) পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। সরকারের হেভিওয়েট এই মন্ত্রীর মনোনয়ন প্রাপ্তির খবরে তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস। এই আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে ড.মোমেনের সিলেট সফরের মধ্যে দিয়ে।

গত রোববার (২৬ নভেম্বর) মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রথমবারের মতো সিলেটে যান মন্ত্রী। তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বিমান বন্দর থেকে পররাষ্ট্রমন্ত্রী হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।

আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী বলেন, ‘সিলেটবাসীর আস্থা, বিশ্বাস ও ভালবাসা ছিল বলেই আমি আবারও নৌকার মনোনয়ন পেয়েছি। আমি আশাবাদী আগামী নির্বাচনেও জয়ী হয়ে সিলেটের চলমান উন্নয়ন আরও বেগবান করবো।’

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় একটি আলোকিত-উন্নত সিলেট গড়ার দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে ড.মোমেন আরও বলেন, ‘আমাদের শক্তি হচ্ছে জনগণ। আগামী নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে দলে দলে ভোট দিয়ে উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করবে।’

শেখ হাসিনাকে ‘শান্তির প্রতিভু’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার থাকলে দেশ স্থিতিশীল থাকে, যা জাতির ভবিষ্যতের জন্য খুবই দরকার। আমরা শান্তি ও স্থিতিশীল দেশ চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই যেখানে সবার জন্য থাকবে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা।’

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এফতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরণ মিয়া প্রমুখ।

সিলেট-১ আসন থেকে যে দল নির্বাচিত হয়, তারাই সরকার গঠন করে, এমন কথা বেশ প্রচলিত দেশের রাজনীতিতে। স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে। ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। একাদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ সিলেট-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন। এর আগে, টানা দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন ড. মোমেনের বড় ভাই সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত। এই আসনটিতে নৌকার পাশাপাশি ড.মোমেনের পরিবারের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন সিলেটে ব্যাপক উন্নয়ন করেছেন। অনেক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। অনেক কাজ চলমান রয়েছে। তিনি পুনরায় নির্বাচিত হলে সিলেট-১ আসনে আরও উন্নয়ন উপহার দিতে পারবেন। পাশাপাশি তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। ভোটারদের মাঝে তাকে নিয়ে আছে ইতিবাচক মনোভাব। ফের তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

ভিডিও দেখুন এখানে

কালের আলো/আরআই/এমএএএমকে