বিশ্বে বিরল: বাংলাদেশির পর দুই জরায়ুতে সন্তান ধারণ মার্কিন নারীর

প্রকাশিতঃ 5:58 pm | November 15, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের আলাবামায় দুই জরায়ুর অধিকারী ৩২ বছর বয়সী এক নারী তার দুই জরায়ুতেই সন্তান ধারণ করেছেন। ধারণা করা হচ্ছে, এখন আলাদা আলাদাভাবে দুই সন্তানের জন্ম দেবেন তিনি। কেলসি হ্যাচার নামের এই নারীর ‘ইউটেরাস ডিডেলফাইস’ রয়েছে। আর এ কারণে তার দেহে রয়েছে দুটি জরায়ু।

২০১৯ সালে বাংলাদেশের যশোরে আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সী এক তরুণীর ক্ষেত্রে এমন বিরল ঘটনা দেখা গিয়েছিল। আরিফা সুলতানার দুই জরায়ু ছিল এবং দুটিতেই তিন সন্তান ধারণ করেছিলেন। তিনি প্রথম সন্তান জন্ম দেওয়ার ২৬ দিন পর আবার জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।

ধারণা করা হয় বিশ্বের মাত্র ০ দশমিক ৩ শতাংশ নারীর ‘ইউটেরাস ডিডেলফাইস’ রয়েছে।

তিন সন্তানের জননী কেলসি হ্যাচার গত মে মাসে আল্ট্রাসাউন্ড করাতে যান। তখন তিনি জানতে পারেন, এবার জমজ সন্তানের মা হতে যাচ্ছেন। তবে তাকে যখন জানানো হয়— তার দুই জরায়ুতেই ভ্রুণের উপস্থিতি পাওয়া গেছে— তখন বেশ অবাক হয়ে যান।

যেসব নারীর দুই জরায়ু থাকে, তারা সাধারণত গর্ভধারণের সময় বিভিন্ন সমস্যায় পড়েন। তবে কেলসি হ্যাচার কোনো ঝামেলা ছাড়াই আগে তিন সন্তান জন্ম দিয়েছেন।

বাংলাদেশের আরিফা সুলতানা যেমন আলাদাভাবে সন্তানদের জন্ম দিয়েছিলেন; মার্কিন নারী কেলসি হ্যাচারও ঠিক একইভাবে আলাদা আলাদা সন্তান জন্ম দেবেন। হতে পারে সেটি কয়েক মিনিট, কয়েক ঘণ্টা অথবা কয়েক দিন।

কেলসি হ্যাচার তার অনাগত সন্তানদের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নিয়মিত চিকিৎসকদের কাছে যাচ্ছেন।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email