শিল্পী সত্তার ক্ষুধা মিটাবার জন্য মগ্ন হয়ে কাজ করে গেছি

প্রকাশিতঃ 11:08 pm | February 07, 2018

জয়া আহসান:

আমি আমার শিল্পী সত্তার ক্ষুধা মিটাবার জন্য মগ্ন হয়ে কাজ করে গেছি। প্রাপ্তিতে খুব বেশি উত্তেজিত হইনি অপ্রাপ্তিতে হইনাই বিমর্ষ।

দুঃখ অাছে একটাই, অামার প্রিয় বিদ্রোহী চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে অভিনয় করা হবে না। অামি কখনোই হতে পারবনা তাঁর নিতা, অনুসূয়া, সীতা।

কিন্তু যখনই কোথাও ঋত্বিক ঘটকের চেতনা প্রজ্বলিত হতে দেখি সেখানে অামি একাত্ম হই। অাজকে শ্রী ঋত্বিক কুমার ঘটকের প্রয়াণ দিবস তাঁকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা।

(ফেসবুক থেকে সংগৃহীত)