সূত্রাপুরে ফায়ার স্টেশনের সামনেই মালঞ্চ বাসে আগুন

প্রকাশিতঃ 1:24 pm | November 12, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর সূত্রাপুরে ফায়ার স্টেশনের সামনে যাত্রীবাহী মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সকাল ৬টা ৮ মিনিটে সূত্রাপুর ফায়ার স্টেশনের সামনে যাত্রীবাহী মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১৫ মিনিটেই আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

সূত্রাপুরে ফায়ার স্টেশনের দুটি ইউনিট এতে কাজ করে বলে জানান তিনি।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email