ত্রিশালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিতঃ 2:33 pm | January 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ত্রিশাল ইউনিয়নের নওপাড়া এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালের আলো/ওএইচ