রাজধানীতে যানচলাচল স্বাভাবিক; তবে চলছে না দূরপাল্লার বাস, ভরসা ট্রেন
প্রকাশিতঃ 10:41 am | November 09, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পেটের দায় মানেনা কোনো বাধা। তাই চলমান অবরোধ উপেক্ষা করেই বের হয়েছেন রাজধানীর কর্মজীবীরা। স্বাভাবিক দিনের মতোই চলছে যানবাহন।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপিসহ অন্যান্য দলের তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আগের মতো দ্বিতীয় দিনেও নিস্তেজ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর পল্টন, কাকড়াইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, কুড়িল, এয়ারপোর্ট সড়ক, গুলশান, মহাখালী, বনানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার যানবাহনের চাপ দেখা গেছে।
এছাড়া শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আজিমপুর, মানিক মিয়া অ্যাভেনিউ, শ্যামলী, কল্যাণপুর এলাকাতেও যানবাহনের সংখ্যা বেড়েছে। যানবাহন বাড়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন সিগন্যালে গণপরিবহন দীর্ঘ সারিও দেখা গেছে।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ চলছে সারা দেশে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে এক দিন বিরতি দিয়ে ফের ৮ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দল দুটির। তাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গণপরিবহনে অগ্নিসংযোগসহ নানা কারণে চলছে না দূরপাল্লার কোনও বাস।
এমন অবস্থায় অন্য কোনও পরিবহন না পেয়ে জরুরি প্রয়োজনে যাতায়াত করা মানুষ ভিড় করছে ট্রেন স্টেশনগুলোয়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে, ট্রেনের সিট না পেয়ে দাঁড়িয়ে আবার দুই বগির সংযোগস্থলে দাঁড়িয়ে হলেও গন্তব্যে যাচ্ছে মানুষ।
সরেজমিনে কমলাপুর স্টেশনে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় টিকিট কাটার লাইনে অতিরিক্ত ভিড়। স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মগুলোয়ও যাত্রীদের উপচে পড়া ভিড়।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জরুরি প্রয়োজনে গন্তব্যের উদ্দেশে যাওয়ার অন্য কোনও পরিবহন না পেয়ে ট্রেনকেই ভরসা হিসেবে বেছে নিয়েছেন তারা।
কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রাম যাওয়া যাত্রী আসাদুজ্জামান জয় জানান, অবরোধের কারণে গত কয়েক দিনে বের হননি তিনি। আজ জরুরি প্রয়োজনে বাড়ি যেতে হচ্ছে। তাই ট্রেনে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই তার। তিনি বলেন, হরতাল-অবরোধ থাকলেও প্রয়োজন তো আর থেমে থাকে না।
সকালে কমলাপুর স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্তনগর ট্রেনগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী ছিল। ফিরতি ট্রেনগুলোও সময়মতো স্টেশনে পৌঁছেছে। এ ছাড়া শিডিউল অনুযায়ী সব ট্রেনই ঢাকা ছেড়েছে।
কালের আলো/ডিএসবি/এমএইচএ