না’গঞ্জ হবে যানজট ও মাদকমুক্ত: এসপি হারুন

প্রকাশিতঃ 4:03 pm | January 10, 2019

কালের আলো প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুনুর রশিদ বলেছেন, নারায়ণগঞ্জে জেলাবাসী যেমন নির্বাচনে সহায়তা করেছেন ঠিক তেমন জেলাকে যানজট, হকার ও মাদকমুক্ত করতে আপনাদের সহায়তা করতে হবে।

এসপি হারুনুর রশিদ বলেন, প্রভাবশালী কোনো ব্যক্তি যদি মাদকের ব্যবসা করে এমন কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে তবে আমাদের জানান আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নতুন বছরে আপনাদের সহায়তা চাই এই নারায়ণগঞ্জকে যানজট হকার ও মাদকমুক্ত করতে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার চাষাঢ়া শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নতুন বছরে নারায়ণগঞ্জের যানজট সমস্যা সমাধানে আমরা হকারদের এভাবে রাস্তা দখল থেকে সরে যেতে বলবো। প্রাথমিকভাবে আজকে আমরা বেইলী টাওয়ার ও আশ-পাশের এলাকারগুলোর হকারদের সরিয়ে দেবো। যানজট নিয়ন্ত্রণে পুলিশ শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে অবস্থান নেবে।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email