আরমান ভূঁইয়ার কথায় অবন্তি সিঁথির নতুন গান

প্রকাশিতঃ 11:57 am | November 05, 2023

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী অবন্তি সিঁথি। সম্প্রতি তার গাওয়া ‘তোমাকে চাই’ শিরোনামের গানটি প্রকাশ হলো এবি এন্টারটেইনমেন্ট চ্যানলে। গানটির কথা লিখেছেন প্রবাসী লেখক, সাহিত্যিক ও গীতিকার আরমান ভূঁইয়া। এর সুরকার এফ এ প্রিতম। গানটির সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।

এ গান প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘প্রথমবারের মতো আরমান ভূঁইয়া দাদার কথা গাইতে পেরে খুব ভালো লাগছে। অসাধারণ ভাষায় গানের কথা লিখেছেন। গানটিতে তুলে ধরা হয়েছে, আমাদের ভুলে যাওয়া কঠিন বাস্তব প্রয়োজনের কথা।’

সুরকার এফ এ প্রিতম বলেন, অবন্তী সিঁথি গুণী শিল্পী। তার রুচিশীলতায় আমি মুগ্ধ। আরমান ভূঁইয়া ভাইরের কথাগুলোকে আমি কেবল সুরের সমন্বয় করার চেষ্টা করেছি। কেমন করেছি শ্রোতারা বলবেন। আমার বিশ্বাস আমাদের ভালোবাসার মানুষরা নিরাশ হবে না।

গীতিকার আরমান ভূঁইয়া বলেন, অবন্তী সিঁথি ও এফ এ প্রিতম দুজনেই এই প্রজন্মে ভালো কাজ করছে। দুই বাংলায় তাদের সৃষ্টি গান বেশ জনপ্রিয়। ভালো লাগছে তরুণদের সৃষ্টিশীলতায় যুক্ত হতে পেরে।

‘তোমাকে চাই’মিউজিক ভিডিও নির্মাণ করছেন রেজা মাহমুদ। গানটির মডেল আনান খান ও প্রিয়াঙ্কা।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email