পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশিতঃ 6:03 pm | November 02, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা ও এর আশেপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ও এর আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর ও কোনাবাড়ী এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকালে কিছু জায়গায় ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে কিছু কারখানায় বৃহস্পতিবার সকাল থেকেও আন্দোলন চলছে।

এর মধ্যে রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়ক অবরোধ করে রেখেছেন কিছু কারখানার আন্দোলনরত শ্রমিকরা।

কালের আলো/বিএসকে/এমএইচ