অপরাধী হলে পরিচয় বিবেচ্য নয় : ডিএমপি কমিশনার

প্রকাশিতঃ 11:20 pm | October 31, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অপরাধী হলে পরিচয় বিবেচ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেছেন, একজন মানুষ যখন অপরাধ করে তখন তার পরিচয় কী, সেটি বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য হলো তিনি একজন অপরাধী। তাকে আইনের হাতে তুলে দেওয়া পুলিশের কর্তব্য।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি আরও বলেন, ‘অবরোধ নামে যে আন্দোলনটি চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেওয়া। তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করা। এটি আইনগতভাবে কতটুকু যৌক্তিক তা সবাই জানেন, দেশবাসী জানেন। এটি কেবল একজন মানুষ বা যানবাহনের বিরুদ্ধে নয়, সমস্ত জাতির বিরুদ্ধে ব্যবস্থা।’

‘পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। নিরাপত্তা বিঘ্নকারী সে যে-ই হোক তার বিরুদ্ধে পুলিশ সদা তৎপর এবং বদ্ধপরিকর।’

তিনি বলেন, একটি সমাবেশ থেকে তারা (বিএনপি) পুলিশের এক সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এরপর বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা ও আঘাত করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে কটূক্তিও করা হচ্ছে। অথচ পুলিশ দেশ ও জনগণের সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। এটি তাদের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবনের আশঙ্কা দেখা দেয় তবে আপনাদের মনে রাখতে হবে- পুলিশের হাত কেবল একজন মানুষের হাত নয়, পুলিশের হাত আইনের হাত। সুতরাং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে কোনো অবস্থাতেই পুলিশ সহ্য করবে না।

অবরোধ চলাকালে হাইকোর্ট মোড়ে বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা, এতে রাজধানীতে পুলিশি নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর পুলিশ দিবারাত্রি নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও জায়গায় জায়গায় চোরাগোপ্তা হামলা চালানো হয়। এটি প্রতিরোধ করার জন্য পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।

কালের আলো/ডিএসকে/এমএম

Print Friendly, PDF & Email